মহানবী সা: রজব ও সাবান মাসে যে দোয়া বেশী করে পাঠ করতেন তা হল :- ( ”আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া সাবান ওয়া বাল্লিগনা রমাদান “ অর্থ, ‘হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান মাস আমাদের নসিব করুন।’ (বুখারি ও মুসলিম)।
রজব ও সাবান মাস রমজানের প্রস্তুতির মাস নবীজি (সা.) রজব মাসে ১০টি রোজা রাখতেন, শাবান মাসে ২০টি রোজা রাখতেন; রমজান মাসে ৩০টি রোজা রাখতেন । (দারিমি)